সিবিসি সমগ্র বাংলা : হাসপাতাল মানুষের শেষ ভরসার স্থান হলেও ,সেখানে মিলছেনা মানুষের সঠিক চিকিৎসা |ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের , মানুষের চিকিৎসার স্থান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তবে নেই চিকিৎসক। অপারেশন কক্ষে থাকেন পরিচ্ছন্নকর্মীরা-এমন অনিয়মের দায়ে সিলেটে ‘মা ও শিশু হাসপাতাল’কে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার আজ (১৩ ডিসেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ পরিচ্ছন্নকর্মীসহ অন্যরা নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করে থাকেন, নিয়ম নীতির তোয়াক্কার বালাই নেই এই হসপিটালে।
বেডসিট, বালিশ-কভারসহ এতটাই নোংরা পরিবেশ কখনোই দেখেনি ভ্রাম্যমাণ আদালতের অভিযানিক দল। অস্ত্রোপচার কক্ষে ব্যাগ, টিফিনসহ পরিচ্ছন্নকর্মীদের ব্যবহৃত বিভিন্নি উপকরণ সামগ্রী রাখা ছিল।
আইসিইউতে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। সেখানে যাকে পাওয়া যায় তিনি বনে যান ডিপ্লোমাধারী চিকিৎসক ।সেইসঙ্গে মূল্য তালিকা দিয়ে গলা কাটতেন রোগিদের। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।