আলিফ হাসান, রাজধানী প্রতিবেদক : জাতীয় দলের সাবেক খ্যাতিমান তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।
আজ রবিবার এক শোকবার্তায় মেয়র আতিকুল ইসলাম প্রয়াত বাদল রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মেয়র বলেন, বাদল রায় দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন। আমরা পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএতে দীর্ঘদিন একসাথে কাজ করেছি।
তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী, সদাহাস্যোজ্জ্বল পরিশ্রমী একজন মানুষ। তাঁর মৃত্যুতে আমি একজন সত্যিকারের বন্ধু হারালাম।