সিবিসি নিউস ডেস্কঃ কর্ণেল (অবঃ) শওকত আলী ছিলেন অসীম সাহসের প্রতিক -জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের
সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, মহান মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ এক শোক বার্তায় প্রয়াত কর্ণেল (অবঃ) শওকত আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, কর্ণেল (অবঃ) শওকত আলী ছিলেন অসীম সাহসের প্রতিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ^স্তজন কর্ণেল (অবঃ) শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬তম আসামী ছিলেন। দক্ষ প্রশিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন বীর সেনানী শওকত আলী। এক অভিজ্ঞ সদস্য হিসেবে ৫ বার সংসদে অনন্য ভূমিকা রেখেছেন তিনি।
ডেপুটি স্পিকার হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন কর্ণেল (অবঃ) শওকত আলী। তাঁর লেখা “সত্য মামলা আগরতলা”, “কারাগারের ডায়েরী”, “বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও আমার কিছু কথা” এবং “গণ পরিষদ থেকে নবম সংসদ” তথ্যবহুল বইগুলো ইতিহাসের স্বাক্ষ্য হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পুরণ হবার নয়। বাংলাদেশের রাজনীতিতে কর্ণেল (অবঃ) শওকত আলীর অবদান অক্ষয় হয়ে থাকবে।
সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী, মহান মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। খন্দকার দেলোয়ার জালালী জাতীয় পার্টি চেয়ারম্যান-এর প্রেস সেক্রেটারি-০২।